thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

নাটক-বিজ্ঞাপনে ব্যস্ত ইশানা

২০১৩ নভেম্বর ১৮ ১৮:০৯:২৬
নাটক-বিজ্ঞাপনে ব্যস্ত ইশানা

দিরিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার মধ্যেও অভিনয় ও মডেলিং করে যাচ্ছেন সবাই। কাজ তো করতেই হবে। ব্যতিক্রম নন মডেল ও অভিনেত্রী মৌনিতা খান ইশানা।

এক ঘণ্টার নাটক, ধারাবাহিক ও বিজ্ঞাপনে মডেলিং করে ব্যস্ত সময় পার করছেন তিনি। রয়েছে পুরোনো কাজের তাড়া ও নতুন কাজের হাতছানি।

কয়েকদিন আগে প্রচার হওয়া গ্রামীণফোনের ওয়েলকাম টিউনের বিজ্ঞাপনচিত্রটি সবার মন কাড়ে। রাস্তায় অনেকেই ইশানাকে বলে ফেলেন, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। একটা কল দিবা? এতে ইশানা বেশ খুশি হন।

এ সম্পর্কে দিরিপোর্টকে তিনি বলেন, ‘বিজ্ঞাপনচিত্রটি আমাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। এমনিতেই আমি গ্রামীণফোনের সঙ্গে চুক্তিবদ্ধ। এর পাশাপাশি অন্য বিজ্ঞাপনচিত্রেও কাজ করছি। বিজ্ঞাপনচিত্রের শুটিং থাকলে খণ্ড নাটকের কাজ কম করা হয়। আর ধারাবাহিকের সঙ্গে শিডিউল মিলিয়ে নিই।’

নতুন কাজ প্রসঙ্গে ইশানা বলেন, ‘কথা হচ্ছে তো অনেক। তবে আমি বেছে বেছে কাজ করার পক্ষপাতি। ক্ষণিকালয় ধারাবাহিক নাটকটির পাশাপাশি নতুন একটা ধারাবাহিকের কথা চলছে। আর একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের ব্যাপারেও আলাপ চলছে। এখন পর্যন্ত ধারাবাহিকটির নাম ঠিক হয়নি। আর বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু না হওয়া পর্যন্ত বলতে চাই না। তবে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই। ’

(দিরিপোর্ট ২৪/ আইএফ/এনডিএস/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর