thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

উপদেষ্টারা বহাল থাকছেন

২০১৩ নভেম্বর ১৮ ১৮:০৪:০১
উপদেষ্টারা বহাল থাকছেন

বাহরাম খান, দিরিপোর্ট : নির্বাচনকালীন সরকারের সময়েও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা স্বপদে বহাল থাকছেন। উপদেষ্টাদের বহাল থাকার বিষয়টি দিরিপোর্টকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

নির্বাচনকালীন সরকারে উপদেষ্টাদের অবস্থান কী হবে- জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টাদের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব কিছু বলেছেন? তিনি যদি কিছু না বলে থাকেন তাহলে আপনার এতো আগ্রহ কেন?’

তিনি আরও বলেন, ‘যেহেতু মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে কিছু বলেননি, তাই এক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না।’

একই বিষয়ে জানতে চাইলে সুরঞ্জিত সেনগুপ্ত এমপি দিরিপোর্টকে বলেন, ‘প্রধানমন্ত্রী স্বপদে বহাল আছেন, তাই উপদেষ্টাদের থাকতে বাধা নেই।’

তবে ভিন্নমত পোষণ করেছেন সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি। প্রধান বিরোধী দল বিএনপির এ যুগ্ম-মহাসচিবের মতে, ‘আমাদের সংবিধানে উপদেষ্টা নামে কোনো বিষয় অন্তর্ভূক্ত নেই। এটি প্রথম থেকেই অসাংবিধানিক একটি প্রক্রিয়া। তাই কোনো সময়েই তারা বৈধ হিসেবে গণ্য নন।’

(দিরিপোর্ট২৪/বিকে/এনডিএস/এমডি/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর