thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

আসছে ফোক গানের অ্যালবাম ‘ঝিনাই বন্ধু’

২০১৩ নভেম্বর ১৮ ১৯:১৭:০৯
আসছে ফোক গানের অ্যালবাম ‘ঝিনাই বন্ধু’

দিরিপোর্টপ্রতিবেদক : ইংরেজি নববর্ষে বাজারে আসছে ফোকগানের অ্যালবাম ‘ঝিনাই বন্ধু’। অ্যালবামটিতে থাকছে নয়টি গান। গানগুলোর সুর করেছেন লুৎফর হাসান।

এ সম্পর্কে কণ্ঠশিল্পী ও সুরকার লুৎফর হাসান বলেন, ‘ইংরেজি নববর্ষ এলেই বর্তমান প্রজন্মের একটি অংশ বিজাতীয় সংস্কৃতিতে মেতে ওঠেন। আর এই অপ-সংস্কৃতির প্রতিবাদ স্বরূপ আমার এই ফোকগানের অ্যালবামটি করা। এর গানগুলো অনেক যত্ন নিয়ে করেছি। আমার বিশ্বাস, শ্রোতারা ভালো কিছু পাবেন।’

গানের কথা- ইশতিয়াক আহমেদ, লুৎফর হাসান, হাসিবুর রেজা কল্লোল, গালিব সর্দার, এ মিজান, ফয়সাল রাব্বেকীন, সেজুল হোসেন ও হেলাল ওয়াদুদ।

ইতিমধ্যেই বেশকিছু গানের কাজ শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন- লুৎফর হাসান, কাজী শুভ, রিংকু, রাজীব, শিমুল খান, সজল, শামীম, সাংবাদিক ও নাট্যকার এম এস রানা এবং জাফরীন ইসলাম।

অ্যালবামটি প্রকাশিত হবে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ঈগল মিউজিক’-এর ব্যানারে।

(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর