thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

যুক্তরাজ্যের সামিয়েল চ্যাম্পিয়ন

২০১৩ নভেম্বর ১৮ ১৯:৩১:০০
যুক্তরাজ্যের সামিয়েল চ্যাম্পিয়ন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ২৭তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে বালক এককে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাজ্যের সামিয়েল চৌধুরী। সোমবার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক এককের ফাইনালে প্রতিযোগিতার টপসীড সামিয়েল ৬-৪, ১-৬ ও ৭-৬ গেমে হারিয়েছে চাইনিজ তাইপের চ্যাং টিনকে।

বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের টিন চ্যাং ও চ্যাং সান কো জুটি। ফাইনালে এ জুটি ৬-৩, ১-৬ ও ১০-৮ গেমে হারিয়েছে ভারতের বেল্লেকারী রবিকুমার ও সাহিল গাওয়ারি জুটিকে। আগের দিন বালিকা একক ও দ্বৈত দুই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে দ্বি-মকুট লাভ করেছিলেন চাইনিজ তাইপের লি ইয়াং।

এ প্রতিযোগিতায় অস্ট্রলিয়া, কানাডা, চায়না, মিশর, যুক্তরাজ্য, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, কাজাখস্তান, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইনস, সিংগাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ থেকে ৯৪ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

(দিরিপোর্ট২৪/এএস/এমআই/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর