thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

‘পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নতি হয়েছে’

২০১৩ নভেম্বর ১৮ ১৯:৫২:৩৮
‘পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা উন্নতি হয়েছে’

দিরিপোর্ট ডেস্ক : বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সঙ্গে ব্যবসায় সম্পৃক্ত থাকা বাংলাদেশের কয়েকটি পোশাক কারখানায় নিরাপত্তা সমস্যা পেয়েছিল তারা। তবে এসব কারখানার বেশিরভাগই এখন তাদের অবস্থার উন্নতি ঘটিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের কাছে পাঠানো ই-মেইল বার্তায় রবিবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ তথ্য জানান।

ওই ইমেইলে বলা হয়, যুক্তরাষ্ট্রের খুচরা পোশাক বিক্রেতা গোষ্ঠী বাংলাদেশের দুইশরও বেশি কারখানাতে পরিদর্শন করেছে। প্রাথমিক পরিদর্শনে ৩২টি কারখানা তাদের নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করতে ব্যর্থ হয়েছিলো। তবে এখন দুটি ছাড়া বাকি সবগুলোই তাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে।

মুখপাত্র জানান, ওয়ালমার্ট তাদের ওয়েবসাইটে ৭৫ টি কারখানার পরিদর্শন প্রতিবেদন প্রকাশ করেছে। বাকিগুলো সম্পন্ন হওয়ার পর প্রকাশ করা হবে।

তিনি জানান, পরিদর্শন করা ৭৫ টি কারখানার মধ্যে দুটি কারখানার সমস্যা সমাধানের কোন উপায় না থাকায় নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করতে পারেনি। প্রাথমিক পরিদর্শনে নিরাপত্তা নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় তৃতীয় একটি কারখানা ওয়ালমার্টের জন্য পোশাক উৎপাদন বন্ধ করে দিয়েছে। তবে ওই কারখানাটির মালিক নতুন ভবন তৈরি করছেন বলেও জানান মুখপাত্র।

তিনি আরো জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে চতুর্থ একটি কারখানা বন্ধ হয়ে গেছে। তবে এ শ্রমিক আন্দোলন ওয়ালমার্টের নিরাপত্তা পরিদর্শনের সঙ্গে সম্পৃক্ত ছিল না।

গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধ্বসের ঘটনায় এক হাজার ১২৯ জন পোশাকশিল্প কর্মী নিহত হওয়ার পর ওয়ালমার্ট বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দিতে থাকে।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর