thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

আরও চমক আছে : মন্ত্রিপরিষদ সচিব

২০১৩ নভেম্বর ১৮ ২০:১৫:১৫
আরও চমক আছে : মন্ত্রিপরিষদ সচিব

দিরিপোর্ট প্রতিবেদক : সর্বদলীয় মন্ত্রিসভা নিয়ে মঙ্গলবার আরও চমক আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

সচিবালয়ের নিজ দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সাংবাদিকদের তিনি বলেন, ‘একটা বিষয় ঘটবে, কাল (মঙ্গলবার) দেখতে পাবেন।’

বিষয়টি কী জানতে চাইলে তিনি বলেন, ‘কাল পর্যন্তই অপেক্ষা করুন।’

সর্বদলীয় মন্ত্রিসভার দফতর বণ্টন করে মঙ্গলবার সকালে আদেশ জারি করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মঙ্গলবার পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতি গ্রহণ করবেন। সঙ্গে সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি কারা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কার কার পদত্যাগপত্র গ্রহণ করবেন আর কার কার পদত্যাগপত্র গ্রহণ করবেন না তা আগেই ঠিক করে রেখেছেন। কাকে কোন দফতর দেবেন সে সিদ্ধান্তও নিয়ে রেখেছেন তিনি। তবে শেষ মুহূর্তেও পরিবর্তন আসতে পারে।’

মন্ত্রিপরিষদ সচিব পাঁচ দিনের সফরে সোমবার রাতে জাপান যাচ্ছেন। এজন্য তিনি রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বলেও জানান।

সর্বদলীয় মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নেওয়া জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপর প্রজ্ঞাপনে শপথ নেওয়া ছয় জনকে মন্ত্রী ও দুই জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রী হিসেবে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, বেগম রওশন এরশাদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও আনিসুল ইসলাম মাহমুদ নিয়োগ পেয়েছেন। প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম।

এর আগে সকালে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, সর্বদলীয় সরকারে মন্ত্রিসভার সদস্যদের দফতর পুনর্গঠিত হতে পারে।

(দিরিপোর্ট/আরএমএম/এনডিএস/এমডি/নভেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর