thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

রাষ্ট্রীয় মর্যাদায় মীর্জা সুলতান রাজার দাফন সম্পন্ন

২০১৩ নভেম্বর ১৮ ২১:০৫:২৮
রাষ্ট্রীয় মর্যাদায় মীর্জা সুলতান রাজার দাফন সম্পন্ন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : সর্বস্তরের মানুষের শ্রদ্ধার মধ্য দিয়ে দাফন করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মীর্জা সুলতান রাজাকে।

চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে স্থানীয় জান্নাতুল মওলা কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

টাউন ফুটবল মাঠের জানাজায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে সকাল ৯টায় জীবননগর পাইলট হাইস্কুল মাঠে প্রথম ও সকাল ১০টায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পামির ফুটবল মাঠে প্রবীণ এ রাজনীতিকের দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মীর্জা সুলতান রাজা রবিবার বিকেল ৪টায় ঢাকার খিলগাঁও এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

(দিরিপোর্ট/আরআই/এমএইচও/এনডিএস/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর