thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

লক্ষ্মীপুরে পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ

২০১৩ নভেম্বর ১৮ ২১:১৪:০২
লক্ষ্মীপুরে পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগঞ্জে মো. মামুন (২৪) নামে এক যুবককে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনজন লোক সোমবার ভোরে অস্ত্রের মুখে তাকে ঘর থেকে অপহরণ করে।

অপহৃত মামুনের স্ত্রী আমেনা বেগম জানান, সাদা পোশাকে অস্ত্রধারীরা ভোরে তাদের ঘরে প্রবেশ করে। অস্ত্রধারীদের কাছে পরিচয় জানতে চাইলে তারা রামগঞ্জ থানা পুলিশ বলে পরিচয় দেয়।

এ সময় আরও কয়েকজন লোক ঘরের বাইরে অবস্থান নেয়। পরে তারা মামুনকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। ঘটনাটি রামগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানায়।

তিনি আরও জানান, মামুন বিএনপির রাজনীতি করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন ও মিরনের সঙ্গে বিরোধ দেখা দেয়। তারাই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম জানান, পুলিশ মামুনকে বাসা থেকে গ্রেফতার করেনি। মামুনের অপহরণের ঘটনাটি আমাদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই ইউনিয়নে সুমন নামের অপর এক যুবককে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। তাকে দুইদিন পর ৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে পাশের ফরিদগঞ্জ উপজেলার হাইমচর থেকে উদ্ধার করা হয়।

(দিরিপোর্ট/আরআইকে/এমএইচও/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর