thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ঢাবিতে ছাত্রলীগের কর্মসূচি বর্জন

২০১৩ নভেম্বর ১৮ ২১:২০:২০
ঢাবিতে ছাত্রলীগের কর্মসূচি বর্জন

ঢাবি প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার ইয়ামিন সাজেদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ঢাবি সাংবাদিক সমিতি।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি জসিম উদ্দিন।

তিনি আরো জানান, এই কর্মসূচির সঙ্গে একাত্বতা ঘোষণা করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন।

শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাজেদকে শহীদুল্লাহ হলের সামনে মারধর করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে ওই হলের গেস্ট রুমে কয়েক ঘন্টা আটকিয়ে রাখে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ জানান, ছাত্রলীগ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।

(দিরিপোর্ট/জেএইচ/এসবি/ নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর