thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

গৃহকর্মীর লাশ উদ্ধার, পুলিশ কর্মকর্তার স্ত্রী-শ্যালক আটক

২০১৩ নভেম্বর ১৮ ২২:৩৫:৪৩
গৃহকর্মীর লাশ উদ্ধার, পুলিশ কর্মকর্তার স্ত্রী-শ্যালক আটক

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর পূর্ব শেওড়াপাড়া এলাকায় বাড়ির নিচ থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রিতা বেগম নামের ওই গৃহকর্মীর লাশ সোমবার বাড়ির নিচ থেকে উদ্ধার করা হয়।

এ সময় বাড়ির মালিক অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিনের স্ত্রী তানিয়া আক্তার মুন্নি ও শ্যালক সাব্বির হোসেন জনিকে আটক করে পুলিশ।

কাফরুল থানার উপ-পরিদর্শক(এসআই) প্রেম দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরিপোর্টকে জানান, নিহত রিতা বেগমের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা থানার কোলাপাড়া গ্রামে। নিহতের পরিবারকে খবর জানানো হয়েছে।

তিনি আরও জানান, আটক তানিয়া আক্তার মুন্নি ও সাব্বির হোসেন জনিকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এখন কিছু বলতে পারছি না। তদন্তের পর সবকিছু জানানো হবে।

(দিরিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/নভেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর