thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

বিশ্বের সবচেয়ে বড় ড্রোন ইরানের!

২০১৩ নভেম্বর ১৯ ০০:০৪:২৮
বিশ্বের সবচেয়ে বড় ড্রোন ইরানের!

দিরিপোর্ট ডেস্ক : ড্রোন প্রযুক্তিতে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ইরানও। এরই ধারাবাহিকতায় সোমবার বিশ্বের সবচেয়ে বড় ড্রোন তৈরি করার ঘোষণা দিয়ে একধাপ এগিয়েই গেল দেশটি। খবর প্রেসটিভির।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী হোসাইন দেহগান জানান, নিরীক্ষণ ও যুদ্ধের কাজে ব্যবহারে সক্ষম এ ফট্রস ড্রোনটি ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়তে পারবে। পাশাপাশি এটি দুই হাজার কিলোমিটার এলাকা টহল দিতে পারবে, যা ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ এলাকার ওপর নজর রাখতে সক্ষম।

এর আগে দেশটির শাহেদ-১২৯ নামের ড্রোনটিও একই রেঞ্জের ছিল। তবে তার উড্ডয়ন ক্ষমতা ছিলো ২৪ ঘন্টা।

দেহগান জানান, ড্রোনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ড্রেনটি প্রমাণ করলো ইরান ড্রোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ।

ইরান ১৯৮০ সালে সামরিক স্বয়ংসম্পূর্ণতা প্রকল্প হাতে নেয়। যার আওতায় দেশটি প্রতিনিয়ত নতুন নতুন সামরিক সরঞ্জাম উৎপাদনের ঘোষণা দিচ্ছে। এ সকল সরঞ্জামের মধ্যে রয়েছে জঙ্গি বিমান, ট্যাঙ্ক, ক্ষেপনাস্ত্র, সাবমেরিন, টরপেডো ও ড্রোন।

(দিরিপোর্ট/এআইএম/এসকে/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর