thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

তিস্তা চুক্তি নিয়ে কমিশনকে মুখ খুলতে নিষেধ মমতার!

২০১৩ নভেম্বর ১৯ ০২:০৪:০০
তিস্তা চুক্তি নিয়ে কমিশনকে মুখ খুলতে নিষেধ মমতার!

কলকাতা প্রতিনিধি : তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে এক সদস্যেবিশিষ্ট কমিশনকে মুখ খুলতে নিষেধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার কলকাতার নন্দন-৩ এ পানি সংরক্ষণ নিয়ে চলচ্চিত্র ‘জলছবি’র প্রিমিয়ার শো-এর ফাঁকে কমিশনের প্রধান কল্যাণ রুদ্রকে তিস্তার পানি প্রবাহ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ আছে, এ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না।’

এ সময় কল্যাণ রুদ্র জানান, তিস্তার পানির পরিমাপ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শেষ।

একই অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তিমন্ত্রী রবি রঞ্জন চট্টোপাধ্যায় জানান, তিস্তা পানি বণ্টন চুক্তির বিষয়টি রাজ্য সরকারের অধীনে নয়, কেন্দ্রীয় সরকারই এ চুক্তি বাস্তবায়ন করবে।

তিস্তা পানি বণ্টন নিয়ে আপত্তি থাকায় ২০১১ সালে সেপ্টেম্বরে ঢাকায় প্রধানমন্ত্রী মনমোহনের সফরসঙ্গী হননি মমতা। সে সময় তিস্তা পানি বণ্টন চুক্তির খসড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার মতে, তিস্তা চুক্তিতে রাজ্যের স্বার্থ রক্ষিত হচ্ছে না।

এরপর তিস্তার পানিবন্টন নিয়ে জটিলতার অবসানে ২০১১ সালের ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে নিয়ে এক সদস্যের কমিটি গঠন করেন। তিস্তার পানি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বাস্তব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করার পর তিন মাসের মধ্যে সেই রিপোর্ট পেশ করার ছিল। কিন্তু দুই বছর কেটে গেলেও সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর দফতরে এসে পৌঁছায়নি।

(দিরিপোর্ট/এসসি/এসকে/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর