thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

তিনব্যক্তিকে হত্যার দায় স্বীকার করলো ব্রিটিশ নারী

২০১৩ নভেম্বর ১৯ ০৪:১৭:৫৭
তিনব্যক্তিকে হত্যার দায় স্বীকার করলো ব্রিটিশ নারী

দিরিপোর্ট ডেস্ক : এক ব্রিটিশ নারী সিরিয়াল কিলার তিন ব্যক্তিকে হত্যার পর তাদের মৃতদেহ গর্তে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার দেশটির একটি আদালতে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। খবর এনডিটিভির।

ত্রিশ বছর বয়সী জোনাহ ডেনেহি নামের ওই নারীর জবানবন্দিতে তার আইনজীবীও বিস্মিত হয়ে গেছেন। ডেনেহির হাতে নিহত ব্যক্তিদের মৃতদেহগুলোতে ছুরির আঘাত ছিল। পুলিশ সেগুলো মার্চ ও এপ্রিল মাসে খুঁজে পায়।

ডেনেহির আইনজীবী নাইজেল লিকলে বলেন, ‘এ ধরনের অভিযোগের ঘটনাপ্রবাহ আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। আদালতে ডেনেহি নিজেকে দোষী বলে দাবি করেছেন।’

পূর্ব ইংল্যান্ডে বসবাসকারী ওই নারী আরও দুই ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন। এদিকে ডেনেহির এ ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কোর্টে উপস্থিত সকলেই বিস্মিত হন।

ডেনেহি আরো স্বীকার করেছেন যে, তিনি যথাযথ মর্যাদায় মৃতব্যক্তিদের লাশগুলো দাফন করেননি।

এর আগে পিটারবরোর একটি শহরতলি থেকে কেভিন লি(৪৮), লুকাস্জ স্লাবোজেওয়াস্কি (৩১) ও জন চ্যাপমন(৫৬) নামে তিনব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এরপরই পুলিশ ডেনেহিকে খুঁজতে সারাদেশে অভিযান শুরু করে।

(দিরিপোর্ট/আদসি/এসকে/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর