thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

নাটোরে অস্ত্রসহ আটক দুই

২০১৩ নভেম্বর ১৯ ১০:২১:৩০
নাটোরে অস্ত্রসহ আটক দুই

নাটোর সংবাদদাতা : নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলো শুভ ও হাফিজুল। তারা উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

নাটোর ডিবি অফিস ও কাছিকাটা টোলপ্লাজা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় নাটোর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি ট্রাভেল ব্যাগ থেকে দুটি আমেরিকার ও একটি চীনের তৈরি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত শুভ ও হাফিজুল নামে দুই যুবককে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা এসআই কৃষ্ণ চন্দ্র জানান, এ ব্যাপারে দুটি আলাদা মামলা হয়েছে।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর