thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রচার কাজে ব্যস্ত কারিনা

২০১৩ নভেম্বর ১৯ ১০:৩২:০৪
প্রচার কাজে ব্যস্ত কারিনা

দিরিপোর্ট ডেস্ক : নতুন ছবি ‘গোরি তেরে প্যায়ার মে’র প্রচার কাজে ব্যস্ত কারিনা কাপুর। এ বছর এখনও কারিনা অভিনীত কোন ছবি সফলতার মুখ দেখেনি। আর তাই এ ছবির প্রচারের কাজটি খুব সিরিয়াসভাবেই করছেন তিনি।

এ প্রসঙ্গে কারিনা জানান, আমার বিশ্বাস, এই ছবি দিয়েই সব পুষিয়ে দিতে পারবো। ছবি হিট হতে যা দরকার, সবই আছে ছবিতে। একেবারে বিনোদনে ভরপুর, প্রতিটি দৃশ্যই মজার। আর ছবির গানগুলোও দারুণ।

উল্লেখ্য, কারিনার বিপরীতে অভিনয় করেছেন ইমরান খান। পরিচালনায় পুনিত মালহোত্রা। ধর্মা প্রোডাকসনের এ ছবিটি মুক্তি পাবে ২২ নভেম্বর।

(দিরিপোর্ট/এমসি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর