thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

নির্বাচনকালীন সরকার : সংস্কৃতিকর্মীদের ভাবনা

২০১৩ নভেম্বর ১৯ ১০:৩৭:৪৮
নির্বাচনকালীন সরকার : সংস্কৃতিকর্মীদের ভাবনা

দিরিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের নতুন ছয় মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নিয়ে সংস্কৃতি অঙ্গনেও চলছে আলোচনা-সমালোচনা।

মঞ্চকর্মী ও নাট্যাভিনেতা কেরামত মওলা সর্বদলীয় সরকারে সব দল অংশ নিলে ভাল হতো বলে মন্তব্য করেন। নাট্য ও চলচ্চিত্র পরিচালক অনিমেষ আইচ বলেন, যেই আসুক, আমরা শান্তি চাই। শান্তিপূর্ণ বাংলাদেশ চাই।

পদ্ধতি যাই হোক, দেশকে এগুতে হবে মন্তব্য করে অভিনেত্রী আফরোজা বানু বলেন, কোন একটি পদক্ষেপ নিয়ে বিশৃঙ্খলা দূর করতে হবে। স্বাভাবিকভাবে নির্বাচন হোক, এটাই চাই। তবে আমি আশাবাদী।

আবৃত্তিশিল্পী মো. আহকাম উল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের চর্চা করছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ পেরুতে হয়। তত্ত্বাবধায়ক সরকার সেরকম একটি ধাপ ছিল। এ নিয়ে আমাদের বিরূপ অভিজ্ঞতা ছিল। এখন যেই ধাপে আছি, সঠিক জায়গায় আছি। বিএনপি সর্বদলীয় সরকারে আসছে না। কারণ তারা জামায়াতকে ছাড়া আসবে না। তাই যা হচ্ছে, তাকে স্বাগত জানাই।

নবগঠিত নির্বাচনকালীন সরকার ঠিকই আছে বলে মন্তব্য করেন চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ। তিনি বলেন, সংবিধানে যা আছে, সেই মতে নির্বাচন হবে।

পশ্চিমাদের সঙ্গে মিলিয়ে চললে হবে না, প্রাসঙ্গিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে বলে মন্তব্য করেছেন চারুশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালী আল মামুন। তিনি বলেন, চাই সুস্থ সুন্দর রাজনৈতিক প্রেক্ষাপট আর গণতন্ত্রের চর্চা। এজন্য অসাম্প্রদায়িক মনোভাব থাকতে হবে। আমরা এখনো সে পর্যায়ে যেতে পারিনি। আমাদের অনেকদূর পাড়ি দিতে হবে।

নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী বলেন, আমি নিশ্চুপ, নিঃশব্দ। যা হচ্ছে, বলার কিছু নেই।

দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে এক হয়ে নির্বাচন করতে হবে- এমনটাই চাওয়া অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠুর। আরটিভির অনুষ্ঠান প্রধান মিনহাজুর রহমান বলেন, অস্থিরতা সর্বত্র। তবে আমরা গণতান্ত্রিক সরকার চাই। প্রতীক্ষায় আছি, আকাশ থেকে শান্তিধারা নেমে আসবে।

(দিরিপোর্ট/আইএফ/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর