thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

সাতক্ষীরায় ৯০ টাকার রসুন নিলামে ৪২ টাকা!

২০১৩ নভেম্বর ১৯ ১১:৩৩:১০
সাতক্ষীরায় ৯০ টাকার রসুন নিলামে ৪২ টাকা!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা কাস্টমস গোডাউনে ৯০ টাকার রসুন সিন্ডিকেটের মাধ্যমে ৪২ টাকা ৫১ পয়সা কেজি দরে বিক্রি করা হয়েছে। ফলে সরকার আড়াইলাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে।

বিজিবির হাতে বিভিন্ন সময়ে আটক এসব রসুন টেন্ডারের মাধ্যমে বিক্রির নামে কথিত সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এভাবেই প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বিজিবির অভিযানে আটক ৬ হাজার কেজি রসুন নিলামে বিক্রির জন্য গোপনে টেন্ডার আহবান করা হয়। যথারীতি সোমবার বিকেলে টেন্ডারে রসুন ক্রয় করতে কয়েকটি প্রতিষ্ঠান সিন্ডিকেট করে অংশ নেয়। সিন্ডিকেট করে ৬ হাজার কেজি রসুন ৪২ টাকা ৫১ পয়সা কেজি দরে নিলামে ক্রয় করেন মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু বাজারে এ রসুনের মূল্য প্রতি কেজি ৯০ টাকা।

অভিযোগ রয়েছে, নিয়ম থাকলেও রসুনগুলো বিক্রির জন্য কোনো মাইকিং বা স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা কাস্টমস গোডাউন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মাইকিং করা আমার দায়িত্ব নয়। বাজারে কত দাম আর কত বিক্রি হয়েছে তাও কারও কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। যারা দীর্ঘদিন ধরে মালামাল কেনে তারাই সেখানে ছিল।

(দিরিপোর্ট/আইকে/এপি/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর