thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

মাছের সঙ্গে ঘুম!

২০১৩ নভেম্বর ১৯ ১৪:১১:৩৩
মাছের সঙ্গে ঘুম!

দিরিপোর্ট ডেস্ক : মাছের সঙ্গে ঘুমাতে চান? ভাবছেন, তাহলে তো পানির নিচে ঘুমাতে হবে। আসলেই পানির নিচে মাছের সঙ্গে ঘুমাতে পারবেন আপনি। এজন্য আপনাকে যেতে হবে আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার পেমবালা দ্বীপে।

ছোট্ট দ্বীপটিকে প্রকৃতি যেন আপন রূপে সাজিয়েছে। তবে সেখানকার বড় আর্কষণ হলো পানির নিচের হোটেল।

পেমবালা দ্বীপের মানতা রিসোর্টের নতুন সংযোজন এই পানির নিচের হোটেল। সুইডিস প্রতিষ্ঠানের নকশা করা এই হোটেলটি সমুদ্রের তীর থেকে ২৫০ কিলোমিটার দূরে পানির নিচে অবস্থিত। তিনতলা এই হোটলটির ছাদ কিন্তু পানির উপরে। এখানে বসে উপভোগ করা যাবে রাতের তারা ভরা আকাশ ও নিস্তব্ধ রাতের সমুদ্রের গর্জন। আর দিনের বেলা তো সুবিশাল সমুদ্র দেখার সুযোগ রয়েছেই।

ছাদের নিচের তলাতেই আছে বাথরুম ও লাউঞ্জ। আর সবচেয়ে নিচের তলায় শয়নকক্ষ।

শোয়ার ঘরের জানালা দিয়ে দিনের বেলা দেখতে পাবেন সামুদ্রিক মাছের ঝাঁক, ঠিক যেনো চলন্ত ওয়ালপেপার। আর রাতের সৌন্দর্য তো দিনের চেয়েও বেশি আকর্ষণীয়। রাতে আপনার নজর কাড়বে স্কুইড ও অক্টোপাস।

এই হোটেলে আপনি যদি একা এক রাত থাকতে চান তাহলে ৯০০ মার্কিন ডলার খরচ পড়বে। আর দুইজন থাকলে চাইলে প্রতিরাতে গুণতে হবে ১৫শ মার্কিন ডলার। সূত্র: সিএনএন।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর