thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

নতুন বিজ্ঞাপনচিত্রে স্পর্শীয়া

২০১৩ নভেম্বর ১৯ ১৪:২৭:১৬
নতুন বিজ্ঞাপনচিত্রে স্পর্শীয়া

দিরিপোর্ট প্রতিবেদক : একটি নতুন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন অর্চিতা স্পর্শীয়া। তার করা এর আগে নারকেল তেলের বিজ্ঞাপনচিত্রে ‘বন্ধু তিনদিন’ সংলাপটি বেশ দর্শকপ্রিয় হয়েছিলো।

নাটকের পাশাপাশি মডেলিং করেন স্পর্শীয়া। এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ শাওন বলেন, ‘আমার বিজ্ঞাপনচিত্রের নারী মডেল অনেক স্টাইলিস্ট। সে মোটরসাইকেল চালাতে পারে। তাই আমি এমন এক মেয়েকে খুঁজছিলাম, যে এই কাজটি করতে পারবে। এরপর আমার এক আলোকচিত্রী বড় ভাইয়ের কাছ থেকে স্পর্শীয়ার সন্ধান পাই এবং ভালো করেছে।’

এই বিজ্ঞাপনচিত্রে অভিনেতা রহমত আলী ও আনিসুর রহমান মিলনের সঙ্গে মডেলিং করেছেন স্পর্শীয়া। এর শুটিং হয়েছে রাজধানীর হাতিরঝিলে। বর্তমানে বিজ্ঞাপনচিত্রটির সম্পাদনা ও আবহ সঙ্গীতের কাজ চলছে। নির্মাতাসূত্রে জানা যায়, খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে।

(দিরিপোর্ট/আইএফ/এমসি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর