thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ডুমুরিয়ায় ভারতীয় কাপড়সহ আটক ২

২০১৩ নভেম্বর ১৯ ১৪:৩৫:৪৪
ডুমুরিয়ায় ভারতীয় কাপড়সহ আটক ২

খুলনা সংবাদদাতা : খুলনার ডুমুরিয়া থেকে এক কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। ডুমুরিয়া থানা পুলিশ মঙ্গলবার ভোর রাতে উপজেলার চুকনগর বাজার এলাকা থেকে ট্রাকভর্তি ভারতীয় এই কাপড় উদ্ধার করে। এ সময় কাপড় বহনকারী ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর বাজার এলাকায় পুলিশ অবস্থান নেয়। পুলিশ এখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় কাপড়সহ আটক করে। এ সময় ট্রাকচালক শেখ কামরুল ইসলাম কবির ও মো. লুৎফর রহমানকে আটক করা হয়।

ওসি আরও জানান, ঢাকার এক কাপড় ব্যবসায়ী ভুয়া কাগজপত্র তৈরি করে ভারতীয় কাপড়গুলো ঢাকায় নিয়ে যাওয়ার পথে চুকনগর থেকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর