thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

কালিহাতীতে অটোচালকের মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ১৯ ১৪:৪৩:০২
কালিহাতীতে অটোচালকের মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজ হওয়ার ৫ দিন পর আলমগীর হোসেন (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আলমগীর কালিহাতী উপজেলার দেউপুর উত্তরপাড়ার আব্দুল হামিদের ছেলে।

উপজেলার সল্লা গ্রামের হুরমুজ আলীর পুকুর থেকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম জানান, আলমগীর হোসেন একই এলাকার হাশেম মিয়াকে কিছুদিন আগে ৮ হাজার টাকা ধার দেন। পরে তিনি শুক্রবার সন্ধ্যায় টাকা চাইতে হাশেমের বাড়িতে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন হাশেমের শ্বশুরবাড়ির পাশে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

কালিহাতী থানার এসআই শ্যামল হাওলাদার বলেন, এ ঘটনার পর থেকে অভিযুক্ত হাশেম পলাতক।

(দিরিপোর্ট/এআর/এপি/এএস/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর