thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বিরোধীদলের হুঙ্কার আষাঢ়ে গর্জন : যোগাযোগমন্ত্রী

২০১৩ অক্টোবর ১১ ১৫:৩০:২৫ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বিরোধীদলের হুঙ্কার আষাঢ়ে গর্জন : যোগাযোগমন্ত্রী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ২৫ অক্টোবরের পর দেশ চলবে বিএনপির কথায়- বিরোধীদলীয় নেতাদের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরোধীদলের আন্দোলনের হুঙ্কার আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া কিছুই নয়।’

শুক্রবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের কাছে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেশের প্রথম ও বৃহত্তম ১০ লেন ইন্টারসেকশনের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নেতাকর্মীদের চাঙ্গা করতে বিরোধীদলের নেতারা অনেক কথাই বলছেন। তবে দেশ চলবে সংবিধান অনুযায়ী। আগামী ২৫ অক্টোবরের পর কে কোথায় থাকবেন তা নির্ধারণ করবে জনগণ।’

মন্ত্রী জানান, নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি ইউটার্ন করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো। এই ইন্টারসেকশনের ফলে এখানে আর যানজটের সৃষ্টি হবে না বলে উল্লেখ করেন তিনি।

২৪ অক্টোবরের পর আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাবে না- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘২৫ অক্টোবরের ঢাকার সমাবেশে দেখা যাবে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকা প্রতীক নিয়ে জড়ো হবে, অপরদিকে একই দিনে দেখা যাবে বিএনপি নেতাকর্মীরাও তাদের দলীয় কার্যালয়ের সামনে ধানের শীষ প্রতীক নিয়ে জড়ো হবে।’

মন্ত্রী জানান, বিরোধী দলের ব্যানার, ফেস্টুন, পোস্টার আন্দোলন নয় বরং নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত বহন করে।

এ সময় মন্ত্রী জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে যেন গরুর হাট না বসতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর