thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

রাষ্ট্রপতিকে উদ্যোগ গ্রহণের অনুরোধ ইসির

২০১৩ নভেম্বর ১৯ ১৭:৫৭:৫০
রাষ্ট্রপতিকে উদ্যোগ গ্রহণের অনুরোধ ইসির

দিরিপোর্ট প্রতিবেদক : সবদলের অংশগ্রহণে আগামী দশম জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্নের উদ্যোগ অব্যাহত রাখার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেছে কমিশন।’

তফসিল প্রসঙ্গে তিনি বলেন, ‘যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।’

তিনি আশা প্রকাশ করেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ ও নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক।

(এমএস/এনডিএস/নভেম্বর ১৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর