thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

দুই চলচ্চিত্রে শম্পা

২০১৩ নভেম্বর ১৯ ১৮:২৪:৪৮
দুই চলচ্চিত্রে শম্পা

দিরিপোর্ট প্রতিবেদক : চিত্রনায়িকা শম্পা অভিনীত দুইটি চলচ্চিত্রের শুটিং প্রায় শেষ। আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার কথা চলছে তার। ব্যাটে বলে মিলে গেলেই নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

প্রথম চলচ্চিত্র মাটির পিঞ্জিরা আশানুরূপ ব্যবসা করতে না পারায় হতাশ হয়ে পড়েছিলেন চিত্রনায়িকা শম্পা। সেই হতাশা কাটিয়ে উঠতে এমন চলচ্চিত্র খুঁজছিলেন, যা তাকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। এমন ভাবনা নিয়েই শুরু করেছিলেন মাহমুদ হোসেন মুরাদের মনের মধ্যে লেখা ও এম ফেরদৌস রেজার ওয়ান ওয়ে রোড। চলচ্চিত্র দুইটির বর্তমান অবস্থা নিয়ে দিরিপোর্টকে শম্পা বলেন, ‘শুক্রবারে একটি গানের চিত্রায়ন হলে শেষ হয়ে যাবে মনের মধ্যে লেখা চলচ্চিত্রের শুটিং। তাড়াতাড়ি করার জন্য শুটিংয়ের পাশাপাশি চলছে ডাবিং ও সম্পাদনার কাজ। অন্যদিকে ওয়ান ওয়ে রোড চলচ্চিত্রটিরও শুটিং চলছে পুরোদমে। বেশকিছু দৃশ্যের শুটিং বাকি আছে। দুইটি চলচ্চিত্রের জুটিই আমি আর সাগর।’

২০০৯ সালের সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় এসেছেন শম্পা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও চলচ্চিত্রই তার মূল লক্ষ্য। তাই এই দুইটি চলচ্চিত্র নিয়ে বেশ আশাবাদী শম্পা।

(দিরিপোর্ট/আইএফ/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর