thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বলিউডে ‘নতুন খান’ দীপিকা পাড়ুকোন!

২০১৩ নভেম্বর ১৯ ১৯:২৮:২৫
বলিউডে ‘নতুন খান’ দীপিকা পাড়ুকোন!

দিরিপোর্টডেস্ক : দীপিকা পাড়ুকোনের ভাগ্য বেশ ভালোই। একই বছরে চারটি ব্লকবাস্টার হিট চলচ্চিত্র। বোদ্ধারা বলছেন, বলিউডের সুপারস্টার আমির খান, সালমান খান ও শাহরুখ খানের সঙ্গে পাল্লা দিয়ে চলছেন দীপিকা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘গোলিও কি রাসলীলা : রাম-লীলা’ চলচ্চিত্রটি এরই মধ্যে সুপারহিট। কয়েকদিনের মধ্যে চলচ্চিত্রটি ১০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে বলে আশা করছেন বোদ্ধারা।

২০১৩ সালে দীপিকার প্রথম চলচ্চিত্র ‘রেস টু’ আয় করে ১৬০ কোটি রুপি। দ্বিতীয় চলচ্চিত্র `ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ আয় করে ৩০১ কোটি রুপি। তারপরই আসে `চেন্নাই এক্সপ্রেস’। এই চলচ্চিত্রটি আয় করে ২২৭ কোটি রুপি। এই তিনটি চলচ্চিত্রই বক্স অফিসে হিট।

এ সম্পর্কে বোদ্ধারা বলছেন, ‘দীপিকার যেমন পরপর চারটি চলচ্চিত্রই ব্লকবাস্টার হিট, বলিউডের আর কোনো নায়কের ভাগ্যে তা ঘটেনি। এমনকি তিন খানের বেলায়ও নয়। বলিউড তাই একজন নতুন খান পেল।’

(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর