thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

সুপার লিগ মিশন শুরু

২০১৩ নভেম্বর ১৯ ১৯:৪৫:০৮
সুপার লিগ মিশন শুরু

দিরিপোর্ট প্রতিবেদক : ভিন্ন ৩ মাঠে বুধবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপারলিগ মিশন। ৬ দলের সুপারলিগ মিশনের আড়ালে থাকছে শিরোপা ঘরে তোলার লড়াইও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী ট্যাংক-কলাবাগান সিএ, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর-প্রাইম ব্যাংক, বিকেএসপি-২ মাঠে মোহামেডান-শেখ জামাল মুখোমুখি হচ্ছে।

সুপারলিগে প্রত্যেকে ৫টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষদলই হবে আসরের চ্যাম্পিয়ন দল। এ পর্বে নামার আগে গাজী ট্যাংক, প্রাইম দোলেশ্বর ও মোহামেডান সর্বোচ্চ ১৪ পয়েন্ট করে নিয়েই সুপারলিগে খেলবে। শেখ জামাল ও প্রাইম ব্যাংক ১২ পয়েন্ট করে পেয়ে এ পর্বে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। আর কলাবাগান সিএ-র ১১ পয়েন্ট।

ক্রিকেট লিগের গত আসরে নাটকীয় ঘটনা বলতে ছিল দুটি। এবারও একই ঘটনা ঘটেছে দুটি। গত আসরে বিকেএসপিতে কলাবাগানের বিরুদ্ধে খেলায় সূর্য্যতরুণ মাঠে দেরিতে পৌঁছায়। এজন্য বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে সূর্য্যতরুণকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে।

এরপর দ্বিতীয় ঘটনা ঘটে এক বিদেশি ক্রিকেটারকে নিয়ে। ভিক্টোরিয়ার হয়ে খেলে পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। আবাহনীর বিপক্ষে যেই ইউসুফ খেলে, তাতেই গণ্ডগোল বেধেছিল। ইউসুফ মোহামেডানের রেজিস্ট্রেশন করা ক্রিকেটার; নিয়ে বাধে গোল। ফলে ম্যাচটি পুনরায় হয়েছে। সমস্যার সমাধান এতেই মিলে। অবশেষে ভিক্টোরিয়া জেতে, এমনকি লিগে চ্যাম্পিয়নও হয়েছে।

এবার লিগের সুপারলিগ শুরু হওয়ার আগেই দুটি গণ্ডগোল বেধেছিল। দুটির সঙ্গেই জড়িত ব্রাদার্স ইউনিয়ন। প্রথম গণ্ডগোল হয়েছে ব্রাদার্সের সঙ্গে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) খেলায়। ফতুল্লায় এবার সিসিএস দেরিতে মাঠে পৌঁছায়। সেই আগের ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। সিসিএসকে এবার অবনমন করা হয়েছে।

দ্বিতীয় ঘটনাটি দেশি ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভকে নিয়ে। শেখ জামালের বিপক্ষে ব্রাদার্সের হয়ে ম্যাচে খেলেছেন শুভ। ব্রাদার্স ম্যাচ জিতে। সুপারলিগেও খেলা নিশ্চিত তার। কিন্তু আগের ম্যাচেই অশোভন আচরণের জন্য শুভকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। সিসিডিএমের কাছে শেখ জামাল অভিযোগ করে নিষিদ্ধ ক্রিকেটার খেলিয়েছে ব্রাদার্স। বাইলজ অনুযায়ী এ ক্ষেত্রে প্রতিপক্ষ দল পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে। ব্রাদার্স জিতেও পয়েন্টও পাবেনা। কিন্তু সিসিডিএম সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ডিসিপ্লিনারি কমিটির কাঁধে দিয়েছে। ডিসিপ্লিনারি কমিটি ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটিয়েছে। ম্যাচটি আবার হবে; এ সিদ্ধান্ত দেয় তারা। খেলতে পারবেনা সোহরাওয়ার্দী। অবশেষে ম্যাচটি হয়। এবার শেখ জামাল জিতে সুপারলিগে খেলা নিশ্চিত করে নিয়েছে।

লিগে ব্যাটিংয়ে এখনও সেরা আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত। ৯ ম্যাচে ৫৪.৩৮ গড়ে এক সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে ৪৩৫ রান করেছেন সৈকত। এক রান কম নিয়ে শেখ জামালের জুনায়েদ সিদ্দিকী তার পেছনে। তৃতীয় স্থানে ব্রাদার্সের নাফিস ইকবাল (৪৩০ রান)।এ ৩ জনের মধ্যে এখন সেরার অবস্থান ধরে রাখার সুযোগ পাচ্ছেন জুনায়েদ। আবাহনী কিংবা ব্রাদার্স-কোনো দলই যে সুপারলিগে খেলছেনা। বল হাতে সেরার অবস্থানে ধরে রাখতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের নামছেন প্রাইম ব্যাংকের এনামুল হক জুনিয়র; তিনি ২১ উইকেট নিয়ে শীর্ষে। আবাহনীর আল আমিন ২০ উইকেট নিয়েছেন। গাজী ট্যাংকের আরাফাত সানিও ২০ উইকেট পেয়েছেন। আবাহনীর আল আমিন আর কোনো উইকেট নেয়ার সুযোগ পাচ্ছেননা। তবে এনামুল জুনিয়র ও আরাফাত সানি ঠিকই নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ পাচ্ছেন।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর