thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

২৫ অক্টোবর রাজধানীতে জনসভার পরিকল্পনা বিএনপির

২০১৩ অক্টোবর ১১ ১৫:৩৬:৩৬
২৫ অক্টোবর রাজধানীতে জনসভার পরিকল্পনা বিএনপির
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ২৫ অক্টোবর রাজধানীতে জনসভার পরিকল্পনা নিয়েছে প্রধান বিরোধীদল বিএনপি। এ জন্য মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছে দলটি।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার দিরিপোর্ট২৪কে তিনি জানান, জনসভার জন্য বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। সম্ভাব্য তিনটি স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন ময়দান অথবা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের জায়গা বরাদ্দ চাওয়া হয়েছে।

তিনি আরো জানান, ডিএমপি থেকে এখনও আমাদের অনুমতি দেওয়া হয়নি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেব জনসভায় ভাষণ দিবেন বলে জানান আবদুস সালাম।

নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে জনমত গঠনে খালেদা জিয়া দেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। এর অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর বরিশালে জনসভা করবেন তিনি। ২৫ অক্টোবর ঢাকার সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন হবে। এ সময় সরকারে থাকা আওয়ামী লীগ এবং সংসদও বহাল থাকবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর