thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ডাক্তারি করবেন বাঁধন

২০১৩ নভেম্বর ১৯ ১৯:৫০:৪৫
ডাক্তারি করবেন বাঁধন

দিরিপোর্ট প্রতিবেদক : ‘আমার ডেন্টাল ক্লিনিকটির সব কাজ শেষ হতে আর চার মাস লাগবে। তারপরেই ডাক্তারি শুরু করব।’ নিজের স্বপ্নের বাস্তব নিয়ে কথাগুলো বললেন মডেল ও অভিনেত্রী বাঁধন।

বর্তমানে অভিনয় খুব কমিয়েছেন বাঁধন। মেয়ে সারাহকে সময় দেওয়া ছাড়া তার ব্যস্ত সময় কাটছে স্বপ্নের ক্লিনিকটি গড়ার পেছনে। বাঁধন বলেন, ‘রাজধানীর গুলশানে ক্লিনিকটি করছি। এর মধ্যে কিছু যন্ত্রপাতি কেনা হয়েছে। প্রথমে ছোট পরিসরে শুরু করব। কারণ, ছোট থেকেই তো মানুষ বড় হয়। একবারে বড় কিছু পেতে চাওয়া বোকামি। আমি ধীরে ধীরে উপরে উঠতে চাই। আমার স্বপ্ন ছিল নিজের একটি ক্লিনিকের। ভালো লাগছে তা পূরণ হতে চলেছে।’

তবে ‘অভিনেত্রী’ বাঁধন হারিয়ে যাচ্ছেন না। মঙ্গলবার থেকে শুরু হলো তার ধারাবাহিক নাটক ‘ইয়েস বস, নো বস’। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় এই নাটকটি প্রচার হচ্ছে এনটিভিতে।

এ ছাড়া আরও দুইটি ধারাবাহিকে অভিনয় করছেন বাঁধন।

(দিরিপোর্ট/আইএফ/আইজেকে/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর