thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বিমানবন্দরে সিগারেটসহ পাকিস্তানি নাগরিক আটক

২০১৩ নভেম্বর ১৯ ২০:২১:২৩
বিমানবন্দরে সিগারেটসহ পাকিস্তানি নাগরিক আটক

দিরিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ সিগারেটসহ মুহাম্মদ সাহাজাত নামে পাকিস্তানের এক নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)সদস্যরা।

এপিবিএন’র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাকিস্তানি নাগরিক মুহাম্মদ সাহাজাত বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে এক নম্বর ক্যানোপিতে এলে ২৯৮ কার্টন সিগারেটসহ তাকে আটক করা হয়। সাহাজাত মিহিনলংকা বিমানে এমজে ৫০১ ফ্লাইটে ঢাকায় আসেন।

জব্দ করা সিগারেটের মধ্যে মন্ড, ইজি গোল্ড ও ইজি ব্লাক ব্রান্ডের সিগারেট রয়েছে। জব্দ সিগারেটের মূল্য ছয় লাখ টাকা বলে জানান তিনি।

আলমগীর জানান, জিজ্ঞাসাবাদে সাহাজাত স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি আমদানি নিষিদ্ধ সিগারেট বাংলাদেশে এনে স্থানীয় এজেন্টদের সরবরাহ করছেন।

(দিরিপোর্ট/ডি/এসবি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর