thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বিদ্যুতের উন্নয়নে নতুন উৎস থেকে ঋণ

২০১৩ নভেম্বর ১৯ ২২:২৫:৫৮
বিদ্যুতের উন্নয়নে নতুন উৎস থেকে ঋণ

দিরিপোর্ট প্রতিবেদক : বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে নতুন উৎস থেকে ঋণ নিচ্ছে সরকার। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে নেওয়া ৮৩৪ কোটি ১৪ লাখ টাকার এ ঋণ চুক্তি সোমবার স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ইউরোপ ডেস্কের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সচিব আবুল মনসুর ফয়েজ উল্লাহ এবং ইআইবির পক্ষে ফ্রাঞ্জ জে ভেটার। এ সময় আরো উপস্থিত ছিলেন ইআরডি সচিব আবুল কালাম আজাদ ও বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম।

চুক্তি শেষে সাংবাদিকরা ঋণের শর্ত ‘কঠিন’ কিনা প্রশ্নের জবাবে ইআরডি সচিব বলেন, ‘তুলনামূলকভাবে এটিকে কঠিন শর্ত বলা যায় না। সব মিলিয়ে এটি প্রায় ২ শতাংশের উপরে হবে।’

অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, বাংলাদেশের জন্য বিদ্যুৎখাতের এ কর্মসূচি একটি মাইলস্টোন। এ ঋণ ১৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। সুদের হার আমাদের আওতার মধ্যে আছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক এ কর্মসূচি দশ বছর মেয়াদি (২০১২-২০২২)। তিনটি ধাপে এটি বাস্তবায়িত হবে। এর প্রাক্কলিত ব্যয় সর্বমোট ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ইআইবি দেবে ১৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, এডিবি দেবে ৭০ কোটি মার্কিন ডলার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক দেবে ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার এবং ফ্রান্স উন্নয়ন সংস্থা ১০ কোটি মার্কিন ডলার প্রদান করবে। কর্মসূচিতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন হচ্ছে ২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

প্রথম পর্যায়ে ২০১২-২০১৮ মেয়াদে বাস্তবায়িত এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ৪০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ইআইবি দেবে ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার, এডিবি দেবে ১৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং আইডিবি দেবে ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাকি ৩ কোটি ২ লাখ মার্কিন ডলার বাংলাদেশ সরকারকে অর্থায়ন করতে হবে।

উল্লেখ্য, এ প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে ইআইবির যাত্রা শুরু হলো।

(দিরিপোর্ট/জেজে/এমএআর/এমডি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর