thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কলেজছাত্রী কণা হত্যা মামলার অগ্রগতি নেই

২০১৩ নভেম্বর ২০ ০০:৫৬:১৮
কলেজছাত্রী কণা হত্যা মামলার অগ্রগতি নেই

বগুড়া সংবাদদাতা : মেধাবী কলেজছাত্রী কণা হত্যা মামলার কোন অগ্রগতি নেই। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনও এ হত্যার কারণ উদঘাটন করতে পারেনি।

এদিকে মামলার পর থেকেই বাদিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামিরা। এ অবস্থায় পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তায় ভুগছেন।

শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, বাদিকে হুমকির বিষয়টি আমাকে জানানো হয়েছে। মামলার তদন্তের কাজ অনেক দূর এগিয়েছে। আশা করছি দ্রুত আসামিদের গ্রেফতার করতে পারবো।

কণার বড় ভাই নজরুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকেই আসামিরা হুমকি দিয়ে আসছে। পুলিশকে জানানোর পরও কোনো আসামি গ্রেফতার হচ্ছে না।

এদিকে, মঙ্গলবার বিকেলে কণা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। কণা বগুড়া সরকারি আযিযুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

উল্লেখ্য, কণাকে বগুড়ার বনানী পর্যটন মোটেলের আবাসিক কক্ষ থেকে ২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ।

(দিরিপোর্ট/এএইচ/এমএইচও/এমএআর/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর