thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু আজ

২০১৩ নভেম্বর ২০ ০১:২৯:৩০
প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু আজ

দিরিপোর্ট প্রতিবেদক : প্র্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে বুধবার। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন ও ইবতেদায়িতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন। সারা দেশে ছয় হাজার ৫৭৪টি কেন্দ্রে এই পরীক্ষা হবে।

প্রথম দিন গণিত বিষয়ের পরীক্ষা সকাল ১১টায় শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক সমাপনীর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ১৪ হাজার ৯০৯ ও ছাত্রী ১৪ লাখ ২০ হাজার ৪৯৭ জন। ইবতেদায়িতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ২২৭ এবং ছাত্রী এক লাখ ৫৭ হাজার ৫৬০ জন।

এবার দেশের বাইরের আটটি কেন্দ্রে পরীক্ষা হবে। কেন্দ্রগুলো হলো- রিয়াদ, জেদ্দা, আবুধাবি, বাহরাইন, দুবাই, কাতার, ত্রিপলি ও ওমান। এসব কেন্দ্রে ৭৭৪ পরীক্ষার্থী অংশ নেবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৭৯২ জন।

পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য এবার অতিরিক্ত ২০ মিনিট বেশি বরাদ্দ থাকবে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। ইবতেদায়িতে এ পরীক্ষা শুরু হয় এক বছর পর ২০১০ সালে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল প্রকাশিত হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ হচ্ছে।

(দিরিপোর্ট২/আরএমএম/ এসবি/এমএআর/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর