thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

দ.আফ্রিকায় ছাদধসে নিহত ১, আহত ১৭

২০১৩ নভেম্বর ২০ ০১:৪৮:৫৭
দ.আফ্রিকায় ছাদধসে নিহত ১, আহত ১৭

দিরিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে একটি বিপণী বিতানের ছাদধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। খবর সিএনএন ও বিবিসির।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ডারবানের নিকটবর্তী টোঙ্গাটে নির্মাণাধীন বিপণী বিতানের ভেতরে আরও ৪০ জন আটকা পড়ে থাকতে পারে।

উদ্ধারকারী বাহিনীর বরাত দিয়ে সাউথ আফ্রিকান প্রেস অ্যাসোসিয়েশন (সাপা) জানিয়েছে, উদ্ধারকর্মীরা ভবনটিরভাঙ্গাচোড়া অংশ সরিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

উদ্ধারকারী বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার বিকেলের দিকে এই ধসের ঘটনা ঘটে।

দেশটির প্রাইভেট অ্যাম্বুলেন্স কোম্পানি নেটকেয়ার ৯১১-এর মুখপাত্র ক্রিস বোথা জানিয়েছেন, এই উদ্ধার অভিযান শেষ করতে অনেক সময় লাগবে। তিনি বলেন, সবাইকে বের করে আনতে অনেক সময়ের প্রয়োজন।

পুলিশের মুখপাত্র ম্যান্ডি গোভেনডার জানিয়েছেন, ভবনটি নির্মাণাধীন ছিল। আটকে পড়াদের মধ্যে বেশিরভাগই নির্মাণ শ্রমিক।

তবে ঠিক কী কারণে ভবনের ছাদধসের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

(দিরিপোর্ট/আদসি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর