thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অস্ট্রেলিয়া যাচ্ছেন ফাহমিদা

২০১৩ নভেম্বর ২০ ০৯:০৯:২২
অস্ট্রেলিয়া যাচ্ছেন ফাহমিদা

দিরিপোর্ট প্রতিবেদক : অস্ট্রেলিয়ার সিডনিতে ২৩ ও ২৯ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে দুটি সংগীতানুষ্ঠানে গান গাইবেন ফাহমিদা নবী। মঙ্গলবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে ২ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।

ফাহমিদা দিরিপোর্টকে জানান, সোসাইটি অফ বাংলাদেশি ডক্টরস ইন কুইন্সল্যান্ড এবং বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব এনএসডব্লিউ আয়োজনে ২৩ নভেম্বর কুইন্সল্যান্ড ও ২৯ নভেম্বর সিডনিতে গান করবেন তিনি।

প্রথমে কুইন্সল্যান্ডে অনুষ্ঠিতব্য সঙ্গীতানুষ্ঠানে গান করবেন তিনি। ২৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বল্ড হিলস স্টেট স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে।

এরপর ২৯ নভেম্বর বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব এনএসডব্লিউ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন তিনি। স্টার্দফিল্ড টাউন হলে শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

উল্লেখ্য, অনুষ্ঠান দুটিতে নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও পরিবেশন করবেন তিনি।

(দিরিপোর্ট/এমসি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর