thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুষ্টিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ২

২০১৩ নভেম্বর ২০ ০৯:১৫:২৭
কুষ্টিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ২

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন আহত হয়েছে। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর ৬টার দিকে কুষ্টিয়ার মিরপুর বিজিবি সেক্টর সংলগ্ন রেললাইনে খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে একটি লবণ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হন। এ ঘটনায় খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মিরপুর রেলস্টেশন মাস্টার মীর ইসরাইল হোসেন জানান, খুলনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

(দিরিপোর্ট/ওএস/জেএম/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর