thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

এটিএনের প্রধান উপদেষ্টা সাইফুল বারী আর নেই

২০১৩ নভেম্বর ২০ ১১:০৬:৫৯
এটিএনের প্রধান উপদেষ্টা সাইফুল বারী আর নেই

দিরিপোর্ট প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান উপদেষ্টা কবি সাইফুল বারী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সাইফুল বারী ১৯৩৬ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবদুল বারী দুবার বগুড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

১৯৫৭ সালে অ্যাসোসিয়েট প্রেসে (এপি) কাজ করার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ পর্যন্ত রেডিও পাকিস্তানে চাকরি করেন। পর্যায়ক্রমে বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রপতির প্রেসসচিব, সংস্থাপন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

দেশি-বিদেশি বহু সংবাদ মাধ্যমে কাজ করার পর ২০০১ সালে এটিএন বাংলার প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন সাইফুল বারী। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন তিনি।

বুধবার বাদ জোহর রমনা থানা মসজিদে, বেলা আড়াইটায় বাংলাদেশ টেলিভিশনে এবং বিকেল তিনটায় কারওয়ানবাজারে এটিএন বাংলার কার্যালয়ে তার তিনটি জানাজা অনুষ্ঠিত হবে।

সাইফুল বারীর মৃত্যুতে এটিএন পরিবার ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

(দিরিপোর্ট/ওএস/এপি/জেএম/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর