thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

স্পেনকে চমকে দিলো দ. আফ্রিকা

২০১৩ নভেম্বর ২০ ১১:৫৭:৩২
স্পেনকে চমকে দিলো দ. আফ্রিকা

দিরিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হোঁচট খেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দেল বস্কের দলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

২০১০ সালে ভুভু জেলার দেশে বিশ্বকাপ জিতে বীরদর্পে স্বদেশে গিয়েছিলেন জাভি, ইনিয়েস্তা ও ভালদেসরা। অথচ তিন বছর পর একইস্থানে খেলতে এসে হেরেছে দলটি। সকার সিটি স্টেডিয়ামে তাদের হারের স্বাদ দিয়েছে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার কাছে হারের মধ্যদিয়ে গত জুলাইয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ নিলো তারা। কনফেডারেশন কাপের ফাইনালে তাদের ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

সকার সিটিতে খেলায় স্পেনের চেয়ে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। খেলার ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সুযোগ পেয়েও জায়গা মতো বল পাঠাতে পারেননি অপা মানিসা। প্রথমার্ধের সাত মিনিটের মধ্যে ২ বার সুযোগ পায় স্পেন। কিন্তু অফসাইডের কারণে থামতে হয়েছে উইঙ্গার ডেভিড ভিয়াকে।

বিরতির পর এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৬ মিনিটে গোল করেন বার্নাড মালবিন পারকার। বাকি সময় ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি কোনো পক্ষ।

এদিকে চিরশক্র ইংল্যান্ডকে ১-০ গোলে হারিযেছে জার্মানি। ৩৬ মিনিটে টনি ক্রসের পাস থেকে জয়সূচক গোলটি করেন পার মারটেসাকার।

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর