thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ব্যাপক উত্থান প্রবণতায় পুঁজিবাজার

২০১৩ নভেম্বর ২০ ১২:০৯:২৭
ব্যাপক উত্থান প্রবণতায় পুঁজিবাজার

দিরিপোর্ট প্রতিবেদক: দিনের শুরু থেকে দ্রুত গতিতে বাড়ছে সূচক। দেশের উভয় পুঁজিবাজারে বুধবার এ চিত্র লক্ষ্য করা গেছে। সূচকের পাশাপাশি বাড়ছে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ কোম্পানির শেয়ার দর। দিনের শুরু থেকে বেশ কয়েকটি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হলট্রেড হয়েছে।

দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৩৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার দর। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৯২ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৩৮১ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর ১২টা পর্যন্ত ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৬৬৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৪২টির, কমে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ টাকা।

দিরিপোর্ট/এইচকে/নভেম্বর ২০, ২০১৩

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর