thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার বিপক্ষে ওবামা

২০১৩ নভেম্বর ২০ ১২:৩৪:২৪
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার বিপক্ষে ওবামা

দিরিপোর্ট ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা না চাপানোর জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওবামা ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে আসার ব্যাপারে সময় দেওয়ারও আহ্বান জানান। মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন সিনেটরদের সঙ্গে আলোচনায় এ আহ্বান জানান ওবামা। ওই আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসও উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র সর্তক করে বলেছেন, যদি তেহরান কোনো চুক্তির ব্যাপারে একমত না হয় তাহলে দেশটি তার পরমাণ চুক্তি সমৃদ্ধকরণ অব্যাহত রাখতে পারে।

ওবামা সিনেটরদের বলেন, চুক্তিটি গ্রহণের ব্যাপারে ইরান যদি অস্বীকৃতি জানায় বা চুক্তি মানতে ব্যর্থ হয়, তাহলে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি কার্যকর হবে।

চলতিমাসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ব্যাপারে জেনেভায় বৈঠকে বসে বিশ্বের শক্তিধর ছয়টি দেশ। তবে ওই বৈঠকে কোনো্ চুক্তিতে আসতে ব্যর্থ হয় তারা। বুধবার জেনেভার তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে ফের আলোচনায় বসার কথা রয়েছে। সূত্র: বিবিসি

(দিরিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর