thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আব্দুল্লাহপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত

২০১৩ নভেম্বর ২০ ১৩:৫৮:২৫
আব্দুল্লাহপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে নুরুজ্জামান (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরুজ্জামান পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে বলে জানান উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত নুরুজ্জমান নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশালের মৃত ইমরান হোসেনের ছেলে। সে তার পরিবারের সঙ্গে উত্তরা ৯নং সেক্টরের বেড়িবাধ সংলগ্ন বস্তিতে থাকতো।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

(দিরিপোর্ট/এসআর/এমসি/জেএম/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর