thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ছুটছে ছন্দময় ব্রাজিল

২০১৩ নভেম্বর ২০ ১৩:৫৭:২১
ছুটছে ছন্দময় ব্রাজিল

দিরিপোর্ট ডেস্ক : নেইমার, হাল্ক, উইলিয়ান ও রবিনহোদের দুরন্ত পারফর্মে রীতিমতো উড়ছে ব্রাজিল। মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে চিলিকে।

ছন্দময় ব্রাজিলের বিপক্ষে জয় না পেলেও ছেড়ে কথা বলেনি লাতিন আমেরিকার দেশটি। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে তারা। তার পরও ছন্দে থাকা নেইমারদের রুখতে পারেনি চিলি।

আগুনে ফর্মে থাকা নেইমার খেলায় গোল করতে পারেননি। তাকে সবসময় কড়া পাহারায় রেখেছে চিলির খেলোয়াড়রা। তাতে কি, অফসাইডের কারণে নিজের গোল বাতিল হলেও বলের যোগান দিয়েছেন। ৭৩ মিনিটে তিনি চিলির জালে বল জড়ালে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

খেলার ১৪ মিনিটে হাল্কের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এই অর্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কলারির শিষ্যরা। ৭১ মিনিটে ইদুরাদো ভারগাস সমতায় ফেরান চিলিকে।

সমতায় ফিরেই রক্ষণাত্মক হয়ে ওঠে চিলি। তাদের উল্টো কৌশল গ্রহণ করে ব্রাজিল। আক্রমণাত্মক ব্রাজিলকে আটকাতে পারেনি তারা। ৭৯ মিনিটে জয়সূচক গোলটি করেন এসি মিলানের ফরোয়ার্ড রবিনহো।

শুধু দলকে জয়ই এনে দেননি রবিনহো। ২০১১ সালের পর জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো গোলও করেছেন তিনি। সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬ খেলায় জয় তুলে নিয়েছে ব্রাজিল।

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর