thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আগামী সপ্তাহে তফসিল : শাহনেওয়াজ

২০১৩ নভেম্বর ২০ ১৪:৪২:৪৯
আগামী সপ্তাহে তফসিল : শাহনেওয়াজ

দিরিপোর্ট প্রতিবেদক : দু-একদিনের মধ্যে বৈঠক করে আগামী সপ্তাহের যে কোনোদিন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে । বুধবার দুপুরে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের হাতে সময় খুব কম। তাই দ্রুতই সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করব।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন অনুষ্ঠানের সুবিধা অসুবিধা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি।

আরপিও সংশোধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নতুন দলে যোগ দিয়ে তিন বছর থাকার বিধান বাতিল করেছে সংসদীয় কমিটি। এই বিধানটি বাতিল করার সুপারিশ আমরা করিনি। এটিও আমরা রাষ্ট্রপতিকে অবহিত করেছি।

তিনি আরো বলেন- এটি একটি বিশাল নির্বাচন। প্রায় ২৬ হাজার কেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ হবে। এ নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়টির কথাও বলেছি। তবে আমরা রাজনৈতিক সমঝোতার জন্যেও অপেক্ষা করব। যাতে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যায়। এ বিষয়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার উদ্যোগ অব্যাহত রাখবেন বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন।

(দিরিপোর্ট/এমএস/এপি/এমডি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর