thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মোজাফফর স্পিনিংয়ের আইপিও লটারি ৫ ডিসেম্বর

২০১৩ নভেম্বর ২০ ১৪:৫৫:৩৩
মোজাফফর স্পিনিংয়ের আইপিও লটারি ৫ ডিসেম্বর

দিরির্পোট প্রতিবেদক : আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে আগামি ৫ ডিসেম্বর মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের আইপিও লটারি অনুষ্ঠিত হবে। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল সাড়ে ১০টায়, রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আইপিও লটারি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা জমা নেওয়া হয়। প্রবাসী বিনিয়োগকারীরা ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছিলেন।

এ কোম্পানির আইপিওতে ৫৫ হাজার আবেদনের বিপরীতে ১২ লাখ ৬৪ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছে। প্রতিষ্ঠানটির আইপিওতে ২২.৯৮ গুণ আবেদন জমা পড়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটির আইপিওতে ২৭ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে ৬৭০ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৯৯০ টাকা জমা পড়েছে। প্রতিষ্ঠানটির আইপিওতে ২৪.৩৭ গুণ টাকা জমা পড়েছে।

কোম্পানিটির আইপিওতে এনআরবি কোটায় জমা পড়েছে ১১ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৯৪৫ টাকা। আবেদন জমা পড়েছে ২১ হাজার ৬৭০টি।

মোজাফফর হোসাইন স্পিনিং মিলস পুঁজিবাজার থেকে ২৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের জন্য ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়েছে। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মেয়াদি ঋণ পরিশোধে ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা এবং আইপিও খাতে ১ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করবে।

৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৭৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯.৫৬ টাকা।

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।

(দিরির্পোট/কেএইচ/এমডি/ নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর