thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই 25, ৩১ আষাঢ় ১৪৩২,  ১৯ মহররম 1447

বাগদাদে বোমা হামলায় নিহত ২৪

২০১৩ নভেম্বর ২০ ১৬:১৬:৪১
বাগদাদে বোমা হামলায় নিহত ২৪

দিরিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে বুধবার শিয়াদের লক্ষ্য করে চালানো সিরিজ বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো প্রায় ৬৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা। খবর বিবিসি, আলজাজিরার।

নাম প্রকাশ না করে এক কর্মকর্তা জানান, বুধবার সকাল সাড়ে সাতটা থেকে বাগদাদের বিভিন্ন স্থানে এ বোমা হামলার শুরু হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিয়া অধ্যুষিত শহর সাদ্রিয়ার কেন্দ্রে মারাত্মক বোমা হামলা দিয়ে এ সিরিজ হামলার শুরু হয়। এ হামলায় খোলাবাজারে পার্ক করা একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে পাঁচজন মারা যায় এবং ১৫ জন আহত হয়।

অন্যান্য হামলাগুলো হয় সাহাব, তবছি, কাররাদা, এ্যাযামিয়াহ্ এবং এ্যামিল এলাকায়।

গত এপ্রিলে ইরাকের সুন্নি ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা অভিযান চালানোর পর থেকে দেশটিতে সহিংসতা অনেক বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের দেওয়া তথ্য মতে, এসব সহিংসতায় এ পর‌্যন্ত প্রায় পাঁচ হাজার ৫০০ জনেরও বেশি লোক মারা গেছেন।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর