thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

অজ্ঞান পার্টির ২ সদস্যকে গণধোলাই

২০১৩ নভেম্বর ২০ ১৬:৩০:৪০
অজ্ঞান পার্টির ২ সদস্যকে গণধোলাই

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর লালবাগ এলাকায় অজ্ঞান পার্টির দু’সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

এরা হলেন- আব্দুল হালিম(২০) ও মোহাম্মদ নয়ন(১৮)।

লালবাগ থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন জানান, বুধবার দুপুর দেড়টার দিকে লালবাগ থানার বেড়িবাঁধ বালুর মাঠ এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা সিএনজি চালক লেবু মিয়াকে চা খাইয়ে অজ্ঞান করে। এ সময় তারা লেবু মিয়ার সিএনজি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধরে গণধোলাই দেয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই নকে আটক করেছে। সিএনজি চালক লেবু মিয়া বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে ১১২নং ওয়ার্ডে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

(দিরিপোর্ট/এসআর/এফএস/এসবি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর