thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

শাহীনবাগে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

২০১৩ নভেম্বর ২০ ১৬:৩৩:৪৭
শাহীনবাগে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে শাহীনবাগের নিমতলীতে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

স্থানীয়রা দিরিপোর্টকে জানায়, বুধবার দুপুর দেড়টার সময় ককটেল বিস্ফোরণে আহত হয় তোফাজ্জল হোসেন (১১) ও লোকমান হোসেন (১০)। কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে এই দূর্ঘটনা ঘটে। তারা ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে।

তোফাজ্জলের বাবা জামাল হোসেন ও লোকমানের বাবা মৃত আক্কাস আলী। তারা দুজনেই শাহীনবাগ সিভিল এভিয়েশন স্টাফ কোয়াটারে থাকে।

তোফাজ্জল হোসেন জানায়, খেলার সময় রাস্তায় কুড়িয়ে পাওয়া লাল টেপ মোড়ানো জর্দার কৌটা খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আবেদ আর রহমান জানান, তোফাজ্জলের ডান হাতের মাঝের তিনটি আংগুল উড়ে গেছে। বাকি দুটি আংগুলও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতেও আঘাত লেগেছে। অন্যদিকে লোকমান বাম হাতে আঘাত পেয়েছে।

ঢাকা মেডিকেলের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

আহত দুজনকে ডাক্তারের পরামর্শে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

(দিরিপোর্ট/এসআর/ডব্লিউএস/এমডি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর