thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

২০১৩ নভেম্বর ২০ ১৭:৩৬:১৮
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ভাটারাম থানার ভাটারা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মানুয়েল আরএম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে দুর্ঘটনায় আহত মানুয়েল চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

নিহত মানুয়েলের বাবার নাম সুনিল তিরণ। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার চর বাঙালিয়ায়। মানুয়েল বর্তমানে ৬২/২ কালাচাঁদপুর গুলশানে থাকতেন। তিনি মাইক্রোচালক ছিলেন।

তার শ্যালক বিভারশন জানান, ভোর ৫টার দিকে নতুন বাজার মোড়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৫টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক জানান, সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ঘাতক অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

(দিরিপোর্ট/এসআর/এনডিএস/নভেম্বর ২০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর