thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘২০২১ সালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট’

২০১৩ নভেম্বর ২০ ১৭:৪৭:০৯
‘২০২১ সালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট’

দিরিপোর্ট প্রতিবেদক : ২০২১ সালের মধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্পের আওতায় প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ২০০৯ সাল হতে অক্টোবর ২০১৩ সাল পর্যন্ত ৫৭টি নতুন উৎপাদন কেন্দ্রের মাধ্যমে চার হাজার ৪৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এসব কেন্দ্রের মধ্যে দুই হাজার ২৮৫ মেগাওয়াট গ্যাসভিত্তিক এবং দুই হাজার ১৪৭ মেগাওয়াট তেলভিত্তিক। এ ছাড়া ভারত থেকে আমদানিকৃত ৫ শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘ক্ষমতা গ্রহণের পর বিদ্যুতের উৎপাদন ক্ষমতা পাঁচ হাজার ৪৫৩ মেগাওয়াট হতে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ৩৪ লাখ নতুন গ্রাহক বৃদ্ধি পেয়ে এখন বিদ্যুৎ সুবিধাভোগীর সংখ্যা এক কোটি ৪২ লাখ। বিদ্যুতের সিস্টেম লস ১৮ দশমিক দুই হতে হ্রাস পেয়ে ১৪ দশমিক ৩৬ এ দাঁড়িয়েছে।’

বিদ্যুৎখাতে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী সংসদকে জানান, ২০১৪ সাল হতে ২০১৮ সাল পর্যন্ত মোট ১২ হাজার মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র চালু করে জাতীয় গ্রীডে যুক্তকরণের কার্যক্রম চলছে। বর্তমানে মোট ছয় হাজার ৪৭১ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। যেগুলো পর্যায়ক্রমে ২০১৪ সাল হতে ২০১৭ সালের মধ্যে চালু হবে। ২০টি প্রকল্পের আওতায় মোট ৪ হাজার ৪৯ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্র ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে যেগুলোর চুক্তি ধারাবাহিকভাবে স্বাক্ষর সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির আওতায় খুলনার রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়নের লক্ষ্যে তিনটি চুক্তি হয়েছে। আশা করা যায়, বিদ্যুৎকেন্দ্রটি ২০১৮ সালের মধ্যে চালু হবে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশালে মোট দুই হাজার ৮৭ মেগাওয়াট ক্ষমতার আমদানি নির্ভর কয়লাভিত্তিক পাঁচটি কেন্দ্র নিমার্ণে গৃহীত প্রকল্প সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে।’

(দিরিপোর্ট/আরএইচ/এইচআর/এসবি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর