thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সামাজিক যোগাযোগে সংবাদ প্রদানে শীর্ষে রেডিট

২০১৩ নভেম্বর ২০ ১৮:২৫:৩৪
সামাজিক যোগাযোগে সংবাদ প্রদানে শীর্ষে রেডিট

দিরিপোর্ট ডেস্ক : মনের ভাব আদান-প্রদানসহ সংবাদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বেশ ভূমিকা রাখছে। সবাই চাইছে সম্ভাব্য পাঠককে সবার আগে সংবাদ দিতে। সেজন্য প্রতিটি সংবাদ মাধ্যমেরই রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একাউন্ট। কিন্তু কতভাগ পাঠক সংবাদের পাতাগুলো খুলে থাকেন?

সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাত্র ৪৭ ভাগ পাঠকই খবরের জন্য ব্যবহার করেন।

সম্প্রতি স্টাটিস্টা সাইটে শীর্ষ দশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে আছে রেডিট। এর ৬২ ভাগ সদস্য একে সংবাদের জন্য ব্যবহার করে। ২য় স্থানে আছে টুইটার। এর ৫২ ভাগ ব্যবহার সংবাদের জন্য সাইটটি ব্যবহার করেন। এছাড়া তালিকার অন্যান্য সাইটগুলো হলো গুগল, টুম্বলার, ইউটিউব, মাইস্পেস, লিংকডইন, ইনস্টাগাম, ভাইরে ও পিন্টাররেস্ট।

এই তথ্য প্রকাশে ৫ হাজার ১৭৩ জন আমেরিকানের উপর জরিপ চালানো হয়েছে। তবে পশ্চিমা দেশের বাইরে সংবাদের জন্য ফেসবুক ও টুইটারের ব্যবহার বেশি।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর