thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পতাকা ছাড়াই গাড়িতে পরিকল্পনামন্ত্রী

২০১৩ নভেম্বর ২০ ১৮:৩৬:৩৬
পতাকা ছাড়াই গাড়িতে পরিকল্পনামন্ত্রী

দিরিপোর্ট প্রতিবেদক : গাড়িতে জাতীয় পতাকা ছাড়াই দুইদিন যাতায়াত করলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার। সর্বদলীয় সরকারে থাকছেন কি না- নিশ্চিত না হওয়ার কারণে গত সোম ও মঙ্গলবার তিনি গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করেননি।

বুধবার থেকে আবারও গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছেন তিনি।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার দিরিপোর্টকে বলেন, আমি যেহেতু পদত্যাগপত্র জমা দিয়েছি এবং সর্বদলীয় সরকারের কিছু মন্ত্রীও শপথ নিয়েছেন তাই সোম ও মঙ্গলবার গাড়িতে পতাকা ব্যবহার করিনি। কিন্তু পরে মনে হলো আমাদের পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি তাই গাড়িতে পতাকা ব্যবহারে সমস্যা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় থাকবো কিনা এ বিষয়ে এখনও কিছু জানি না।

(দিরিপোর্ট/জেজে/এমএইচও/এমডি/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর